বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ধোবাজোড়া গ্রামের শহীদ আব্দুল মজিদ ভূইয়ার ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন ভূইয়াকে আজ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি ৩০ জুলাই রাত ১১টা ৪৫মিনিটে ঢাকা ইবনে সিনা হাসপাতালে আব্দুল মোমিন ভূঁইয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে , স্ত্রী সহ আত্নীয় স্বজন রেখে যান ।

আজ বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় তার নিজবাড়ি মিঠামইন উপজেলার ধোবাজোড়া গ্রামে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে মিঠামইন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ এবং মিঠামইন থানা পুলিশ প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম সিদ্দিকীসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন। ১৯৭১সালে আব্দুল মোমেন ভূইয়ার বাবা আব্দুল মজিদ ভূঁইয়া সহ তার দুই ভাই শহীদ হন।মুক্তিযোদ্ধা মোমেন ভূইয়া সাংবাদিক মোক্তার হোসেন গোলাপের চাচাতো ভাই।