
আহসানুল হক নয়ন
বিচারাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় মার্চ ফর জাস্টিস পদযাত্রা কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়।আইজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের করে শহরের কাউতলী মোড় প্রদক্ষিন শেষে আইজীবী সমিতির কার্যালয়ের সামনে এসে সভা করে । এতে বিপুল সংখ্যক আইনজীবী অংশ গ্রহণ করে। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক তারেকুল ইসলাম রুমার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আইজীবী সমিতির সভাপতি এডভোকেট কামরুজ্জামান মামুন, জাতীয়তাবাদী আইজীবী ফোরামের সভাপতি এডভোকেট সফিকুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার গত ১৭ বছর বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে আমাদের আইনজীবী ফোরামের সদস্যদের অত্যাচার নির্যাতন করেছিল। ১৭ বছর অনেক অন্যায় অত্যাচার হয়েছে। আমরা নিরবে কেঁদেছি। যেখানে সৈরাচারের দোসররা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ফর্মায়েসি রায় দিয়েছিল অবিলম্বে তাদের অপসারন দাবি করছি।

