আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা ঈদগাহ ময়দানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি পরিষদ ও আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। জেলা বিএনপির সহ সভাপতি জসিম উদ্দিন রিপনের তত্ত্বাবধানে ৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ- সভাপতি হাফিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, সহ সভাপতি এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীনসহ আরো অনেকে।

ম্যাচে আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ ৩-১ গোলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি পরিষদকে পরাজিত করে জয়লাভ করে ।