
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা কৃষকদলের সাবেক আহবায়ক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কসবা- আখাউড়া বিএনপির মনোনয়ন প্রাপ্ত সর্বশেষ চুড়ান্ত প্রার্থী নাছির উদ্দীন হাজারীর উদ্যোগে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে তার নিজ বাসভবন থেকে বের হয়ে ছতুরা মাজার শরীফ জিয়ারত করে। একটি পথশোভা যাত্রা বিভিন্ন সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মানুষের কাছে লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়াও হরমপুর কেল্লা শাহ মাজার শরীফ জিয়ারত করে জুলাই আগষ্টে নিহত সকল শহীদ ও আহতদের স্মরণে ও বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। পরে অসহায় দুস্তদের মাঝে তবারাক বিতরণ শেষে চেক পোষ্ট এলাকার গাজীবাজার ও লিফলেট বিতরণ করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.