
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের পাকা দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে চোরের দল। গতবুধবার রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা মসজিদের প্রধান ফটকের সামনে ওই দানবাক্স ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
আজ শুক্রবার ফজরের নামাজের জন্য পরিষ্কার করার সময় মসজিদের প্রধান ফটকের দান বাক্স ভাংগা দেখতে পায় ইমাম সাহেব। এ ব্যাপারে অষ্টগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মসজিদ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৪৫০ বছরের পুরোনো এই মসজিদে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিসহ বহু মানুষ নামাজ আদায় করেন এবং নিয়মিত দান করেন। ফলে দানবাক্সে মোটা অঙ্কের টাকা জমা হয়েছিল। প্রতি ২-৩ মাস অন্তর অন্তর খোলা হয় দানবাক্সটি। সর্বশেষ গত মে মাসে দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল প্রায় ৯০ হাজার টাকা। সম্প্রতি অষ্টগ্রামে ২-৩টি ধর্মীয় অনুষ্ঠানের কারণে বহু মানুষের সমাগম হওয়ায় লাখ টাকার বেশি জমা পড়ার কথা।
মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দীন রুমি বলেন, ‘চুরির ঘটনায় আমিও অত্যন্ত মর্মাহত। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশা করি।’ কী পরিমাণ টাকা ছিল, জানতে চাইলে তিনি ১ লাখ টাকার বেশি হবে বলে উল্লেখ করেন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুহুল আমিন বলেন, ‘ঘটনাটি গুরত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মসজিদ কর্তৃপক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত প্রক্রিয়াধীন। স্থানীয়রা বলছে, মসজিদটিতে কোনো পাহারাদার বা নজরদারির ব্যবস্থা নেই। রাতের বেলায় মসজিদ ফাঁকা থাকায় দুর্বৃত্তরা সহজেই দানবাক্স ভাঙতে সক্ষম হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.