
গাজীপুরে দৈনিক 'প্রতিদিনের কাগজ' পত্রিকার সাংবাদিক জনাব আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার বিচার দাবিতে নেত্রকোনার বারহাট্টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় বারহাট্টা প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে বারহাট্টা প্রেসক্লাব। মানববন্ধনে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, তুহিন হত্যার বিচার যেন সাগর-রুনির হত্যার বিচারের মতো প্রহসনে পরিণত না হয়। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। এসময় বক্তারা সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ আইন প্রণয়নের দাবি জানান, যাতে সংবাদকর্মীরা নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। মানববন্ধনে বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বারহাট্টা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, বারহাট্টা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আনিছুল আলম তালুকদার শামীম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির নয়ন, নারী প্রগতি সংঘের বারহাট্টা কেন্দ্রের কর্মকর্তা মাজহারুল ইসলাম মাজু, প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.