আব্দুল হামিদ
নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের নৌকা মার্কার সাবেক চেয়ারম্যান তবিবুল ইসলাম এর ভাই তৈয়ব আলী ও তার সহযোগী বাহিনী লেবু মিয়ার বিরুদ্ধে রাস্তার গাছ কাটা অভিযোগ উঠেছে।
৯ আগস্ট শনিবার ডিমলা উপজেলা বালাপাড়া ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড সোভানগঞ্জ বালাপাড়া ঘটনাস্থল গিয়ে জানা যায়, গত বুধবার গভীর রাতে শোভান গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর-পশ্চিম দিকে চেয়ারম্যান বাড়ি যাওয়ার রাস্তায় নিম ও মেহগুনি-২১ টি গাছ কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া যায়।
এলাকাবাসীর সূত্রে জানা যায় যে সাবেক উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি এবং শোভানগঞ্জ বালাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি তৈয়ব এবং সাধারণ সম্পাদক অজিবুর রহমান লেবু নেতৃত্বে সমিতির সদস্য এবং অত্র বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী কে না জানিয়ে গভীর রাতে সবার অগোচরে দুই দিনে ২১ টি গাছ কেটে পার্শ্ববর্তী উপজেলা ডোমার গোমনাতী বাজারে গাছের পাইকারের কাছে বিক্রয় করে দেন বলে এলাকাবাসী গণমাধ্যম কর্মীকে বলেন।
এই গাছ কাটা বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তার ইমরানুজ্জামান জানতে পেয়ে তাৎক্ষণিক অত্র পরিষদের চেয়ারম্যান জাহিদুল চৌধুরীকে বিষয়টির খোঁজখবর নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ করেন। চেয়ারম্যান ইউপি সদস্য তহসিলদার গ্রাম পুলিশ সাথে নিয়ে ঘটনার স্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে রিপোর্ট প্রদান করেন। সরকারি গাছ কাটা নিয়ে ডিমলা থানা একটি মামলা রুজু হয়।
অপরদিকে জানা যায় সরকারি স্কুলের পাশ্বে আবুল কাশেমের স্ত্রী গোলবানু কে সমিতির অফিসে মেয়ে ও ছেলেকে চাকুরীর মিথ্যা প্রলোভন দেখিয়ে দুই শতক জমি দানপত্র করে নেন সমিতির নামে, সভাপতি ও সাধারণ সম্পাদক আজ পর্যন্ত চাকুরী তো দূরের কথা এলাকার সাধারণ ৩৫০ জন সদস্যদের সঞ্চয়ের লক্ষ লক্ষ টাকা তারা আত্মসাৎ করেছেন। এই সাধারণ অসহায় মানুষদের টাকা ফেরত এর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা কামনা করেন।

