
বিজয় কর রতন, মিটামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
মিটামইন উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা ঋন বিতরণ সহ সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাঁন মোহাম্মদ আব্দুল্লা আল মামুন ( উপজেলা নিবার্হী কর্মকর্তা) । উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঋনগ্ৰহিতা ও উপকার ভোগীদের পক্ষ থেকে তারিন আক্তার,রুমা আক্তার,মার্জিয়া আক্তার, মোঃ শাহজাহান মিয়া। এছাড়া ও আলোচনায় অংশ নেয় বৈরাটি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম, সাংবাদিক বিজয় কর রতন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার প্রমুখ। এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল হক ,( হিসাব রক্ষণ কর্মকর্তা), বাবু নির্মল চন্দ্র দেবনাথ ( সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা) ।
অনুষ্ঠানে দ্বিতীয় দফায় ৩১ জন উপকারভোগী কে জন প্রতি ৩০ হাজার টাকা করে নয় ৯ লক্ষ ৩০ হাজার টাকার ঋনের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা খাঁন মোহাম্মদ আব্দুল্লা আল মামুন প্রত্যেক ঋন গ্ৰহিতাদের মাঝে এসকল চেক ও সার্টিফিকেট বিতরণ করেন। এর পূর্বে সকাল ১১ টায় একটি আনন্দ শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিটামইন, কিশোরগঞ্জ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.