মোস্তাফিজার রহমান
প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”এই শ্লোগানে ফুলবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার ১২ আগস্ট সকাল এগারোটায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা যুব উন্নয়ন অফিসার ললিত মোহন রায়ের সভাপতিত্ব যুব দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ হলরুমে সফল উদ্যোগতা ও যুব সংগঠনের মাঝে যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা উম্মে কুলছুম, উপজেলা নির্বাচন অফিসার মাহবুবা রহমান, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা জামায়েত ইসলামীর আমীর আব্দুল মালেক, সেক্রেটারি আব্দুর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, হাফিজুর রহমান, আব্দুস সোবহান মিয়া সহ আরো অনেক।

