
ফুলবাড়ীতে ছওয়াব ফাউন্ডেশন-এর উদ্যোগে বৃক্ষ রোপণ অভিযান কমর্সূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
”গাছ লাগাই,পরিবেশ বাঁচাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১২ আগষ্ট) বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ব্র্যাকমোরের পাশে ছওয়াব ফাউন্ডেশনের অফিসে, ছওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে, সংস্থার ফুলবাড়ী শাখার ম্যানেজার মো. মাহফুজার রহমানের সভাপতিত্বে,
৫০ জন সুবিধাভূগী সদস্যদের মাঝে (১টি লটকন ও ১ টি মেহগনি) ২টি করে ১০০ টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুণ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ্ আল-মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা হেড অফিসের ছওয়াব ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার মো. আবুল হাসান। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফুলবাড়ী ইউনিয়নের সভাপতি ছাইদুর রহমান সহ আরো অনেক।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানো খুবই জরুরী। গাছের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করছি বলে আমরা বেঁচে আছি। বনজ গাছ থেকে বিভিন্ন আসবাব পত্র তৈরী এবং জ্বালানী কাঠ পাই আর ফলজ গাছ থেকে আমরা বিভিন্ন ফল পাই।
ফল আমাদের খাদ্য ও পুষ্টির চাহিদা মেটায়। গাছ লাগানো ছদকায়ে জারিয়া। মানুষ মারা গেলেও তার লাগানো গাছ বেঁচে থাকলে সে কবরে শুয়ে শুয়ে ছওয়াব পেতে থাকবে। পরিবেশ সুরক্ষায় তাই আসুন প্রত্যেকে এই মেীসুমে কমপক্ষে ২ টি করে গাছ লাগাই। বক্তারা ছওয়াব ফাউন্ডেশনের এই মহতি উদ্যোগকে স্বাগত জানান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.