
মঙ্গলবার (১২ আগস্ট) কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত এক বছরে অনেক ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, তবে জুলাই সনদে এক শতাংশও ছাড় দেবো না। তিনি বলেন, সমীকরণ এখনও শেষ হয়নি। যারা সমীকরণ মিলিয়ে ফেলে তারা ভুল পথে হাঁটছেন।
নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের এক বছরে অভ্যুত্থানের আশা পূরণ হয়নি। ২৪ এর শক্তিকে প্রতারিত করতে সকল ধরণের আয়োজন সম্পন্ন করা হয়েছে। তরুণদের যদি আবারও প্রতারিত করা হয়, তাহলে এ দেশের আর কোনো ভবিষ্যৎ নেই।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘রাজনৈতিক সমস্যা রাজনৈতিক দলগুলোকেই সমাধান করতে হবে। না হয় লাভবান হবে ডিজিএফআই। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঐক্য ধরে না রাখতে পারলে আবার ১/১১ আসবে।’
তিনি হুঁশিয়ার করে বলেন, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন না করে এই সরকার যেতে পারবে না। অন্য কেউ ক্ষমতায় আসতেও পারবে না।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘গণঅভ্যুত্থানে অবদানের জন্য তরুণদের সম্মানিত করতে হবে। আমাদের সম্মান দেয়া দরকার নাই। আপনার দলের তরুণদের সম্মান দেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.