ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদী সদর উপজেলার করিমপুরে “আল-ইহসান উলামা পরিষদ ও তরুণ কাফেলা নরসিংদী সদরের উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করিমপুর ইউনিয়ন গড়ার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩-আগষ্ট ) বিকালে উপজেলার করিমপুর ইউনিয়নে সংগঠনটির উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করিমপুর ইউনিয়ন গড়ার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট আলেমেদ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলার সভাপতি জনাব আলহাজ্ব শওকত হোসাইন সরকার সাহেব, তিনি তার বক্তৃতায় উপস্থিত সকলকে আলেমদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আল ইহসান উলামা পরিষদ ও তরুণ কাফেলা নরসিংদী সদর এর সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের যাত্রাবাড়ী শাখার সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদিস মুফতি সাকিবুল ইসলাম কাসেমী বলেন,আমাদের করিমপুর ইউনিয়নে কোন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কোন জায়গা হবে না, আমরা করিমপুর ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত হিসাবে গড়ে তুলতে চাই। আমরা করিমপুর ইউনিয়নের উলামায়ে কেরাম, ছাত্র, শিক্ষক, সমাজসেবক, রাজনীতিবীদ ও কৃষক- শ্রমিক আপামর জনতাকে সাথে নিয়ে ২৪শের গণ অভ্যুথানের পরবর্তী বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত বাংলাদেশ হিসেবে গড়তে চায়। অনুষ্ঠানে উপস্থিত সকল তরুণ ছাত্র জনতা উক্ত বক্তব্যের সাথে একমত পোষণ করেন।
আরো বক্তব্য প্রদান করেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, সমাজসেবক ও ব্যবসায়ীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আ: জাহের মোল্লা ও মনিরুল ইসলাম মনির।
আরো উপস্হিত ছিলেন অত্র সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মাওলানা মোয়াজ্জেম হোসাইন, সাংগঠনিক সম্পাদক হা: মাওলানা ফয়সাল আহমাদসহ আরো অন্যান্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দ। তরুণ ছাত্র জনতা ও সমাজের সকল শ্রেণী পেশার মানুষের ব্যাপক উপস্থিতিতে সর্বশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।