মোঃ আশিকুর রহমান
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

আজমিরীগঞ্জ উপজেলায় স্কুল কলেজ এর ছাত্র ছাত্রীদের মধ্যে ক্রীড়া সামগ্রী  বিতরন করা হয়। ১৩ই আগষ্ট  রোজ বুধবার ১২ঘটিকার সময় উপজেলা  হলরুমে  প্রাথমিক, উচ্চ মাধ্যমিক ও মহাবিদ্যালয় সমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ উৎসব অনুষ্ঠান শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার  নিবিড় রঞ্জন তালুকদার , প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন হবিগঞ্জ  জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ নূরুল ইসলাম,এবং উপজেলার বিভিন্ন কর্মকর্তা সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।মাধ্যমিক বিদ্যালয় (মিয়াধন মিয়া ও এবিসি) ও আজমিরীগঞ্জ সরকারি কলেজসহ মোট ৬৫ প্রাথমিক বিদ্যালয়, ১১ হাইস্কুল ও মাদ্রাসা ও ২টি কলেজ বিতরণ করা হবে।

পর্যায়ক্রমে অন্যদের দেওয়া  হবে। প্রাথমিক বিদ্যালয়ে দেয়া হচ্ছে ৩টি করে ফুটবল (সাইজ ৪) ও ৩টি করে হ্যান্ডবল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৩টি করে ফুটবল (সাইজ ৫) ও ৩টি হ্যান্ডবলের পাশাপাশি চাহিদা ভিত্তিক অন্যান্য সামগ্রী যেমন- ক্রিকেট ব্যাট, বল, গ্লাভস, স্ট্যাম্প, গোলক, দাবার বোর্ড, মেজারমেন্ট ট্যাপ ইত্যাদি। এই অনুষ্ঠান  শেষে  ১ টায় ঘটিকায় জেলাপ্রশাসক  উপজেলার  অফিসার্স ক্লাব উদ্বোধন করেন।