বিজয় কর রতন
কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলামের বাসভবনে দুর্বৃত্তরা হামলা ও ভাংচুর করেছে। এ সময় শতাধিক উচ্ছৃঙ্খল দুর্বত্ত বাসভবনের গেট ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এতে বাঁধা দেয়। এ সময় একজন এসআই আনিচ মিয়া, কয়েক জন পুলিশ ও আনসার সদস্য আহত হয়।
বুধবার রাতে উপজেলা পরিষদ চত্বরের ভিতরে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুর নূর (৪৫) নামের একজন কে গ্রেফতার করা হয়েছে। তিনি সদরের বড়হাটি গ্রামের মৃত খুর্শিদ মিয়ার ছেলে।
ইউএনও রায়হানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান উপজেলা মিনি স্টেডিয়ামে প্রতিদিনই বিশৃঙ্খল ভাবে স্থানীয় যুবকরা খেলাধুলা করছিল। আমরা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে স্টেডিয়ামে খেলাধুলা বিষয়ে কিছু বিধিনিষেধ জারি করা হয়। এতে স্থানীয় শতাধিক উচ্ছৃঙ্খল দুর্বত্ত ঐক্যবদ্ধ হয়ে পুর্ব পরিকল্পনা অনুযায়ী গতকাল সন্ধ্যায় আমার বাসভবনে হামলা ও ভাংচুর চালায়।
ঘটনার সময় আমি সদরের বাহিরের একটি ইউনিয়নে অনুষ্ঠানে অবস্থান করছিলাম। বাসায় আমার স্ত্রী ও পুত্র সন্তান ছিলো। এ বিষয়ে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে ইটনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইটনা থানার ওসি মোঃ জাফর ইকবাল বলেন মামলায় একজন আসামীকে গ্রেফতার ও বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার কৃত আসামী কে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

