
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের উন্নয়নমুলক কর্মকান্ড পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজম আহমেদ। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদে এসে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নির্মিত কর্মকান্ড ঘুরেফিরে দেখেন। বিশেষ করে ইউনিয়ন পরিষদ চত্বরের শোভা বর্ধনের কাজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, সহকারি শিক্ষা অফিসার বিল্পব হাসান মদিনা, কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সেলিম রেজা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার, প্যানেল চেয়ারম্যান মো. তাজুল ইসলামসহ ইউনিয়ন পরিষদ সচিব ও সদস্যগণ।
ইউনিয়ন পরিষদের পক্ষ হতে জেলা প্রশাসককে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। পরে তিনি ধুবনী কঞ্চিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.