
শাল্লা উপজেলা শ্রীহাইল গ্রামের সেননগরের মতি মিয়ার স্ত্রী জায়েদা বেগম কে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির নগদ অর্থ প্রদান এবং পরিবারের খোঁজ খবর নেন । জানা যায় মতি মিয়ার ঘর সহ বসত বাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। গত কাল ১৩ই আগস্ট সন্ধ্যার পর আগুনের সূত্রপাত ঘটে।
বিদুৎ চলে যাওয়ার পর খোপি বাতি ব্যবহার করেন। তখন জামির মিয়া নামে এক কাস্টমার দোকানে সদাই দিতে আসলে তাহার হাতের কনুই লেগে ডিজেলের ডামের মধ্যে পড়ে আগুন লেগে যায়। সেই আগুনে দোকান ঘর মালামাল, নগদ টাকা, কাপড় চোপড় প্রয়োজনীয় সকল আসবাবপত্র সহ বসত ভিটা পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায় প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা হবে । মতি মিউয়া স্ত্রী সন্তানকে বাঁচাতে গিয়ে মুতি মিয়ার শরীরের অর্ধেক অংশ আগুনে পুড়ে যায়। । রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা প্রেরণ করেন।
পরিবারের লোক জনের কাছ থেকে জানা যায় মতি মিয়া বর্তমানে ঢাকা বারডেম হসপিটালে আইসিইতে চিকিৎসাধীন রয়েছে। ডাক্তার বলেন তাহার বর্তমান অবস্থা আশঙ্ক জনক রয়েছে। আমরা সুস্থ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.