নিউজ ডেস্ক

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে নিজ জেলা মাগুরায় অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। কোন শক্তিই বিলম্বিত করতে পারবে না।

নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত জানিয়ে প্রেস সচিব বলেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে।

প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে এরইমধ্যে সম্পৃক্ত সব দপ্তর কাজ শুরু করেছে। বর্ষা শেষে সেপ্টেম্বরের মধ্যেই পাড়া-মহল্লায় নির্বাচনের আমেজ দেখা যাবে। ম্যান্ডেট নিয়ে জনগণের দরজায় যাবে সম্ভাব্য প্রার্থীরা। ভোটের সময় নিয়ে কারও সংশয় থাকলে তা তখনই কেটে যাবে। এ সময় একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে সবাই একসাথে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শফিকুল আলম বলেন, জুলাই-আগস্টে মাগুরায় মোট ১০ জন শহীদ হয়েছেন। আওয়ামী লীগ-যুবলীগের খুনি বাহিনীর হাতে শহীদ হয়েছেন মেহেদী হাসান রাব্বি। উনি ছাত্রদলের স্থানীয় একজন নেতা ছিলেন। আমি তার কবরে গিয়েছিলাম এবং একই এলাকার আলামিন ছোট ব্যবসা করতেন ঢাকাতে উনাকেও গুলি করে মারা হয়েছে, উনার কবর মাগুরা উপকণ্ঠে রয়েছে। সেখানেও গিয়েছিলাম ফুল দিতে। মাগুরা জেলায় মোট ১০ জন শহীদ আছেন। বাকি ৮ জন প্রত্যেকের কবরস্থানে যাব। প্রেস সচিব বলেন, এই শহীদরা নতুন বাংলাদেশের নির্মাতা। তাদের আত্মদানের ফলে আমরা নতুন একটা দেশ পেয়েছি। আমরা আজকের এই দিনে সবাই মুখ ফুটে কথা বলতে পারছি। সেজন্য তাদেরকে সম্মান জানাতে কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি।