মোঃ জিয়াউল হক
নেত্রকোনা বারহাট্টা উপজেলা ৬ নং সিংধা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ ছয়জন আহত হয়েছে। (১৪ আগস্ট) রোজ বৃহস্পতিবার বেলা ১১ টা ৩০ মিনিটের দিকে উপজেলার সিংধা ইউনিয়নের নূরুল্লাচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৬ নং সিংধা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড নূরুল্লাচর গ্রামের কামাল মিয়া ও একই গ্রামের রফিকুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বৃহস্পতিবার বেলা ১১ টা ৩০ মিনিটের দিকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে ভুমিদস্যুরা অবৈধভাবে কামাল মিয়ার নেতৃত্বে তাঁর লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে রফিকুলের লোকজনদের ওপর হামলা চালায়।
এতে আহত হন, নূরুল্লাচর গ্রামের গ্রামের মোঃ রফিকুল মিয়া (৩৫,পিতা: মোঃ ইদ্দিছ আলী। জয়তারা (৫০), স্বামী মোঃ ইদ্দিছ আলী। মোঃ রাশিদ মিয়া (৫৫),পিতা: দুরবাজ আলী। মোঃ রিমন মিয়া (২০),পিতা: মোঃ কাশেম। ইদ্দিছ আলী (৬৫),পিতা: দুরবাজ আলী। তার সবাই মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপালে চিকিৎসারত রয়েছেন। এদিকে মাথায় দাঁড়ালো অস্ত্রের আঘতের গুরুতর আহত রুবিনা (২৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
রফিকুল ইসলাম বলেন, আমাদের একটি জায়গা নিয়ে আট বছর হয় মামলা চলতেছে। পরে কোর্ট থেকে ম্যাজিস্ট্যাট, উকিল,পুলিশ এসে ভেঙ্গেচুড়ে এই জায়গার মধ্যে লাল নিশান টানিয়ে দিয়ে গেছে। দেওয়ার পরে আমরা এই জায়গা বুঝিয়া পাইছি। পাওয়ার পরে জায়গায় আমরা ঘর উঠাইতে গেছি তখন কামালের মেয়ের জামাই মুখলেছ বিদেশ থেকে হুকুম তালিমের মাধ্যমে তার শুশুর কামাল মিয়া তাদের লোকজনকে হুকুম দিয়ে বলে এদেরকে কুপায়া পেলা এক দুইটাকে লাশ পেলায়া দে যা ওয় আমি বোঝাম আর যা কাটা লাগে আমার জামাই বিদেশ থেকে পাঠাইবো।

