উপজেলার ৪-নং খগা খড়িবাড়ি ইউনিয়নের পূর্ব দোহল পাড়া ২- নং ব্লকের সর্ব লোকের মন জয় করা সদ্যবহার ও হাসিমুখে কথা বলাএকজন সহজ সরল মানুষ। মোঃ আব্দুল আউয়াল মিয়া তিনি ১৪-০৩-৮০ খ্রিঃ তারিখে উপবিভাগীয় প্রকৌশলী (তিস্তা যান্ত্রিক) বিভাগ জলঢাকা নীলফামারিতে কার্য্য সহকারী পদে যোগদান করবেন।
চাকরি রত অবস্থায় তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (ডালিয়া, দোয়া নি, লালমনিরহাট, কুড়িগ্রাম,রংপুর,চাঁদ পুর,ভোলা, বরিশাল,দিনাজপুর, পঞ্চগড়,বীরগঞ্জ ও নীলফামারী সহ সকল অফিসের ঊর্ধ্বতন ও অধঃস্থন সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন।
তিনি তার চাকরি জীবনের প্রতিটি দিন অফিস শুরুর পূর্বেই গেটে দাঁড়িয়ে থাকেন এবং সবার আগেই তিনি হাজিরা খাতায় স্বাক্ষর করতেন। তার চাকরি জীবনে প্রতিটি দিন হেঁটে অফিস করত। তিনি সহজ সরল ভাবেই জীবন যাপন করত।
তার মনে কোন হিংসা বিদ্বেষ র লেষ্য ছিল না। তার পারিবারিক জীবনে কোন ঝামেলার সম্মুখীন হতে হয় নাই। তিনি পাঁচ-মেয়ে ও দুই ছেলের বাবা। সে যখন পথচারী হিসেবে থাকতো তখন তিনি সবার সাথে কথা বলে সেখান থেকে কেটে চেষ্টা করত।
তার জীবনে ছিল না কোন গৌরবো আত্ম অহংকার সবার সাথে মিশে থাকতে চেষ্টা করতেন এটা তার একটি মহৎগুণ। অত্র এলাকার লোকজন তাকে সম্মানের পাত্র হিসেবেই চিহ্নিত করতে দ্বিধাবোধ করেনি।
তিনি তার চাকরি জীবনের ৫৭-টি বছর পেরিয়ে গত ১৬-আগষ্ট/১৯ (শুক্রবার) ভোর রাতে বার্ধক্যজনিত কারণে ছেলে, মেয়ে দের ইয়াতীম বানিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পরজগৎ চলে যান।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছি ১০৭-বছর।
তিনি তার প্রিয়জন সহ অসংখ্য বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান।মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে রাখুক এই কামনায়, বাবার মৃত্যু আত্মার দোয়া চেয়ে ছেলে আর্তনাদ।।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.