
আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়ায় বাইক কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার শালগাও কালিসীমা মাঠে প্রায় ৫০ হাজার দর্শকের উপস্থিতিতে বিজেশ্বর একাদশ ও শিবপুর একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর বিজয়নগর আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী। এডভোকেট বশির আহমেদ এর সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরে আলম সিদ্দিকী বলেন আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ।
দেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে। আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর বিজয়নগর আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জরিপ করে মনোনয়ন দেবার অনুরোধ করেন তিনি।
খেলায় বিজেশ্বর একাদশ শিবপুর একাদশকে এক শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলা থেকে ১৬ টি দল অংশগ্রহণ করে।

