ওমর ফারুক

নরসিংদীর শিবপুর উপজেলায় চাঁদা না পেয়ে স্থানীয় এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ ও গুলি হামলা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। বুধবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার মদিনা জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আসামি মোবারক হোসেন জয়

ভুক্তভোগী ব্যবসায়ী মো. জামাল উদ্দিন খোকা মিয়া জানান, শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন খাঁ হত্যা মামলার জামিনে থাকা আসামি মোবারক হাসান জয় (৩০) তার কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মোবারক একাধিকবার তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং বুধবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়।

নিক্ষিপ্ত অবিস্ফোরিত ককটেল

ঘটনার দিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায়  চারটি ককটেল নিক্ষেপ করা হয় এবং কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। দুটি ককটেল বিস্ফোরিত হয় বাকি দুটি অবিস্ফোরিত ককটেল শিবপুর থানার এসআই রাকিবুল এসে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী শিমুল সরকার বলেন, ‘ আমি এখনেই হেয়ার কাটিং সেলুনে কাজ করি। একটি সাটার নামিয়েছি; আরেকটি নামাবো। এই মূহুর্তে ককটেল বিস্ফোরণ হয়। আমার সাটারে একটি লাগে কিন্তু ফুটেনি; তাই আমি বড় ধরনের ক্ষতি হতে বেঁচে যাই!’

ঘটনাস্থলে উৎসুক জনতা ও গণমাধ্যম কর্মী

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, এর আগেও গত (৩ আগস্ট) রবিবার একই এলাকায় একটি দোকানের সামনে হামলার চেষ্টা চালিয়েছিল মোবারক ও তার সহযোগীরা। ধারাবাহিক এসব ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এব্যপারে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

অভিযোগের কপি

এদিকে (১৫ আগস্ট) শুক্রবার নরসিংদীর সংগীতায় প্রতিপক্ষের সঙ্গে বন্দুকযুদ্ধে মোবারক নিজেও গুলিবিদ্ধ হয়ে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানা যায়।