
কিশোরগঞ্জের ইটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান উবায়দুর রহমান সেলিম (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুর আড়াইটার দিকে সদরের নতুন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয়রা জানান গ্রেফতারকৃত নেতা সাবেক এমপি রেজওয়ান আহমেদ তৌফিক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানের ঘনিষ্ঠ সহযোগী ছিলো।
ইটনা থানার ওসি মোঃ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নাশকতার মুলক কাজের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কয়েক জন নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে বৈঠক করার খবর পেয়ে নতুন বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় অন্য সদস্যরা দৌড়ে পালিয়ে যায়।
আসামীকে ইটনা থানার মামলায় কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.