
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি এম. মোখলেছুর রহমান খান ও সাংগঠনিক সম্পাদক-১ ফেরদৌস আহমাদ বাবুলকে নির্বাচিত করায় বারহাট্টা প্রেসক্লাবের পক্ষ থেকে উভয়কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বারহাট্টা প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবার বিকালে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভা, ক্রেস্ট ও উত্তরীয় প্রদানের আয়োজন করা হয়।বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমাদ বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক লতিবুর রহমান খান, রুকুনুজ্জামান খান, মুখলেছুর রহমান হীরা, দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম শফিক, প্রেসক্লাবের সদস্য মোফাজ্জল হোসেন খান, শাহজাহান, নিলয় দেবনাথ প্রমুখ।
বক্তারা জানান, আমাদের বারহাট্টা প্রেসক্লাবের সদস্য সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় আমরা তাদেরকে সংবর্ধিত করেছি। এম. মুখলেছুর রহমান খান আর.টি.ভি’র জেলা প্রতিনিধি এবং নেত্রকোনা জেলার স্বনামধন্য বহুল প্রচারিত দৈনিক জননেত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
তিনি জেলা প্রেসক্লাবের পর পর ৩বারের সাধারণ সম্পাদকের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে নেত্রকোনা প্রেসক্লাবকে একটি সুন্দর ও দৃষ্টিনন্দন প্রেসক্লাবে পরিণত করেছেন। সাংবাদিকতার কর্মস্পৃহায় তিনি দ্বিতীয় বার ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন।
ফেরদৌস আহমাদ বাবুল কালের কন্ঠের জেলা প্রতিনিধি এবং তিনি একজন সাংবাদিক বান্ধব ব্যক্তিত্ব। তিনি বারহাট্টায় সাংবাদিকতা করতে গিয়ে প্রথমে তিনি উপলব্ধি করেছিলেন বারহাট্টায় একটি প্রেসক্লাব খুবই প্রয়োজন। তার অদম্য চেষ্টায় ১৯৮৬ সালে বারহাট্টা প্রেসক্লাবের যাত্রা শুরু হয়। বারহাট্টা প্রেসক্লাবের তিনি প্রতিষ্ঠাতা সদস্য।
পরবর্তীতে তিনি ২০২৪ সাল পর্যন্ত বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সততার সাথে পালনের মাধ্যমে বারহাট্টা প্রেসক্লাবকে এগিয়ে নিয়ে যান। এম. মুখলেছুর রহমান খান ও ফেরদৌস আহমাদ বাবুল উভয়কে বারহাট্টা প্রেসক্লাবের পক্ষ থেকে অত্যন্ত অনাড়ম্বর আনন্দঘর পরিবেশের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়েছে এবং ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.