নুরুল কবির
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি


বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আওতাধীন মাদার্শা ও এওচিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগষ্ট) বিকেলে দেওদীঘি বাজার জামে মসজিদে অনুষ্ঠিত এ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কারানির্যাতিত নেতা গোলাম রসুল মোস্তাক, সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুস সামাদ, মোহাম্মদ রফিক, মোহাম্মদ জামাল মেম্বার, সোহেল রানা সওদাগর, নূরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস, মকসুদ চৌধুরী, নাজিম উদ্দিন নাজু, মোহাম্মদ জলিল, মিজান, সাব্বির, আনোয়ার, আজিম, তৌহিদ, রহিম, নাছির, মামুন, আরিফ, নাজিম প্রমুখ।

এছাড়া স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল্লাহ আল মিজান, সোহেল, সুমন, বাদশা এবং ছাত্রদল নেতা মীর মোহাম্মদ আসিফ, আজিমুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়।