মোঃ জিয়াউল হক
বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎

‎সোমবার (১৮ আগষ্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‎ ‎অনুষ্ঠানের শুরুতেই  উপজেলা পরিষদের সামনে থেকে সড়ক র‍্যলী অনুষ্ঠিত হয়। এরপর  উপজেলার আশপাশের পুকুর গুলোতে মাছ অবমুক্ত করেন অতিথিরা। ‎ ‎

মৎস্য সপ্তাহ শুভ উদ্বোধন অনুষ্টানে সিনিয়র মৎস্য অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসান। ‎ ‎

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মানিক আজাদ, সমাজ সেবা কর্মকর্তা এস এম গোলাম হোসেন,বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান, ফায়ারসার্ভিস অফিস এর ইনচার্জ,উজ্জল, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন বাবুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বারহাট্টা উপজেলা শাখার সেক্রেটারি আব্দুল বাছির খান, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, সাবেক বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন ঠাকুর সহ বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্য চাষি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারি বৃন্দ সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ‎ ‎অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষির হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়।