ইয়াসিন আলী
কুড়িগ্রাম সদর প্রতিনিধি

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স, পরিচ্ছন্নতা কর্মী এবং প্রয়োজনীয় ওষুধের অভাবসহ নানা সংকটে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই দুরবস্থার প্রতিবাদে ও জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আহ্বান জানান নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা।মানববন্ধনে অংশগ্রহণ করেন নাগেশ্বরী উপজেলার বিভিন্ন স্তরের সামাজিক সংগঠনের সদস্যরা, সাধারণ জনগণ এবং উপজেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক গোলাম রসুল রাজা, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিউর আলম শফি, পৌর বিএনপির সিনিয়র-যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকসহ আরও অনেকে।