ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদী সদর উপজেলাধীন চরাঞ্চলের সবচেয়ে দূর্গম এলাকা এবং নরসিংদী সদরের শেষ সীমানা নির্ধারণ করা হয় আলোকবালী ইউনিয়নকে।


এই ইউনিয়নে ১২ টি গ্রামে রয়েছে প্রায় ৫০,০০০ (পঞ্চাশ) হাজার জনসংখ্যা। ইউনিয়নের প্রায় ৮০০০ (আট) হাজারের অধিক প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছে; দেশের অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নে যারা মেহনত করে যাচ্ছে দিনরাত। ইউনিয়নটি নরসিংদী সদর উপজেলা থেকে মাত্র ১৫(পনেরো) কিলোমিটার দূরে অবস্থিত।


আলোকবালী ইউনিয়নের পশ্চিম দিকে রায়পুরা উপজেলার চর আড়ালিয়া, উত্তরে হাইরমারা, পূর্বে নিলক্ষা, দক্ষিণে নরসিংদী সদরের করিমপুর ইউনিয়ন অবস্থিত। একেবারে চরাঞ্চল বা চতুষ্পার্শে নদী বেষ্টিত দুর্গম এলাকা। বলা চলে চারদিকে নদী বেষ্টিত একটি দ্বীপাঞ্চল।

নদী বেষ্টিত হওয়ায় এই ইউনিয়নবাসীর সারা বছরের চলাচলের একমাত্র মাধ্যম হলো নৌকা বা নৌযান।
রোগ-বালাই বা জরুরি কাজে বিকল্প কোন বাহণ নেই; উন্নত শিক্ষা, চিকিৎসা; যাতায়াত ব্যবস্থা আটকে আছে একটি ব্রীজের জন্য। একটি ব্রীজ হলে এই দূর্গম চরাঞ্চলের অর্ধ লক্ষ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়ে যায়।সবুজ শ্যামল গাছ পালা সমৃদ্ধ আলোকবালী ইউনিয়নটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।

এই দূর্গম চরাঞ্চলের অর্ধ লক্ষ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আলোকবালী হতে শ্রীনগর (জগতপুর) সংযোগ ৩৭০ মিটার একটি ব্রীজ মেঘনা নদীর উপরে নির্মাণ হলে মৎস, কৃষি শিল্প, বস্ত্র শিল্প এবং পর্যটন শিল্পসহ নানান সম্ভাবনাময় শিল্প কলকারখানা গড়ে উঠতে পারে। ফলে অত্র ইউনিয়নসহ আশে পাশের ইউনিয়নের হাজার হাজার বেকার যুবক-যুবতির কর্মসংস্থানের সৃষ্টি হবে।

স্বাধীনতার অর্ধ শতাব্দী অতিক্রম করলেও আলোকবালী ইউনিয়নের জনপ্রতিনিধিগণ বা নরসিংদী জেলার দায়িত্বরত কর্মকর্তারা কোন ধরণের সহযোগিতা করেনি। তাদের দীর্ঘদিনের আকাঙ্খা বাস্তবায়নে; আলোকবালী ইউনিয়নবাসী জীবনযাত্রার মান উন্নয়নে। ফলে তা আক্ষরিকভাবেই অনুন্নত রয়ে গেছে। যথাযথ কর্তৃপক্ষের অবহেলার কারণে ৫৪ বছর পেরিয়ে গেলেও সদরের সাথে এখনো সরাসরি যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি এবং উল্লেখযোগ্য কোন সরকারী অবকাঠামো অত্র ইউনিয়নে গড় উঠেনি।

অবহেলিত, অনুন্নত ইউনিয়নের জীবনযাত্রার মান উন্নয়নে আলোকবালী ইউনিয়নের সচেতন নাগরিকগণ এগিয়ে এসেছেন। তারা তাদের এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার বরাবর আলোকবালী হতে শ্রীনগর (জগতপুর) সংযোগ ৩৭০ মিটার ব্রীজ নির্মাণের জন্য স্মারক লিপি প্রদান করেছেন ১৯ আগস্ট মঙ্গলবার।

এসময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন শরিফ আহমেদ, আকরামুল ইসলাম সমির,দেলোয়ার হোসেন,রুবেল আহমেদ, আশরাফুল ইসলাম মাসুম,আসাদুল ইসলাম, হেলাল সরকার, নাসিরুদ্দিন রমজান শেখ,মহসিন সিকদার, জামান সরকার, ইয়াসিন আরাফাত প্রমুখ।