নুরুল কবির
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে চট্টগ্রাম সাতকানিয়ার কেরানিহাটে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় শুরু হওয়া র্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উত্তর পাশে রেললাইন থেকে শুরু হয়ে কেরানিহাট মোড়ে গিয়ে শেষ হয়। এতে দক্ষিণ জেলার এবং বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের শত শত নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
র্যালিকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। ‘গণতন্ত্র মুক্তি পাক’, ‘জিয়া তোমার সৈনিক আমরা’, ‘স্বেচ্ছাসেবক দল সংগ্রামের প্রতীক’—এমন স্লোগানে মুখর ছিল পুরো কেরানিহাট এলাকা। অনেক কর্মী দলীয় টি-শার্ট, ক্যাপ ও ব্যাজ পরে দিবসটি উদযাপন করেন।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার বলেন— “স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। আজকের এই দিনটি আমাদের সংগঠনের জন্য গৌরবোজ্জ্বল ও প্রেরণার উৎস।”
তিনি আরও বলেন—“বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে আরও সক্রিয় হতে হবে। আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দল সবসময় প্রথম সারিতে থাকবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব: জমির উদ্দিন চৌধুরী মানিক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ: ইকবাল হায়দার চৌধুরী, আব্দুস সবুর, ইমদাদুল হক মাসুদ সিকদার, হায়দার হিরু, মুরাদুল আলম, কামাল হোসেন, তৌহিদুল ইসলাম তৌহিদ ও নিজাম উদ্দিন।
উপজেলা ও পৌর পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন: আতাউর রহমান কাইসার, রাশেদুল আলম, আবুল হোসেন, মীর সরোয়ার, আসাদুল ইসলাম, নাসির উদ্দীন, দিদার, ফারুকুর রশিদ শিমুল, মোহাম্মদ মহিউদ্দিন, দিদারুল আলম চৌধুরী, আব্দুস সালাম, মোহাম্মদ মিজান, এহসানুল করিম, সালমান ইফতেখার, আব্বাসউদ্দীন জুয়েল, জিল্লুর রহমান খোকন, আনোয়ার হোসেন, মনির আহমেদ, বেলাল হোসেন, মোহাম্মদ শওকত, শামসুল আলম সুমন, মুহাম্মদ রুবেল, এহসান আব্দুল্লাহ, শহীদুল্লাহ ফরহাদ, মোহাম্মদ ইসমাইল, মো. আশিকুর রহমান, মো. মহিউদ্দিন, মোহাম্মদ রিপন, মোহাম্মদ মিজান, নূর হোসেন, এস এ রাসেল, মোহাম্মদ আলী, আজগর, জয়নুল আবেদিন সোহেল, এ বি এম রহিম, সিরাজুল ইসলাম, মান্না কুমার দে, দিদারুল আলম, মমিনুল হক, মোহাম্মদ হেলাল মেম্বার, সেলিমুল্লাহ কবির, ইউসুফ জনি, নাঈম, মুছা, বাবু প্রমুখ।
১৯৮০ সালের ১৯ আগস্ট প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দীর্ঘদিন ধরে বিএনপির অন্যতম অঙ্গসংগঠন হিসেবে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের অধিকার আদায় ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রেখে চলেছে।

