
“বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র” এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার প্রতিনিধি সম্মেলন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব মুনতাসির আলী, এবং সভাপতিত্ব করেন পৌর শাখার আহ্বায়ক বশির আহমেদ উছমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ এমদাদ উল্লাহ সিরাজী।
বক্তারা সম্মেলনে বলেন, খেলাফত মজলিস মনে করে জুলাই সনদ ছাড়া ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব নয়। তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে নির্বাচন পরিচালনা হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে। এছাড়া বক্তারা হুঁশিয়ারি দেন যে বিভেদ ও রাজনৈতিক সহিংসতা নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। তারা নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
সম্মেলনে বিভিন্ন ওয়ার্ড শাখার প্রতিনিধি, যুব ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.