
বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসন থেকে কেটে ৩টি করার প্রতিবাদে খুলনা-মংলা ও মাওয়া-খুলনা মহাসড়কের কাটাখালী ও নওয়াপাড়া মোড়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সড়ক অবরোধের কারণে সকাল থেকে রাস্তায় হাজার হাজার যানবাহন আটকে রয়েছে। এতে করে সাধারণ যাত্রীদের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।
অবরোধ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সর্বদলীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব শেখ মুহাম্মদ ইউনুস, জেলা বিএনপি'র সমন্বয়ক এম এ সালাম, জেলা জামায়াতের আমির মাও. রেজাউল করিম, জামায়াতের নায়েবে আমির এ্যাড. আব্দুল ওয়াদুদ, বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, ওয়াজিয়ার রহমান, নাসির আহমেদ মালেক, হাফিজুর রহমান'সহ জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী রবিবার (২৪শে আগস্ট) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাগেরহাট জেলায় হরতাল, মহাসড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালিত হবে। ঐদিন সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন যদি বাগেরহাটের ৪টি আসন পুনর্বহল না করে তাহলে বাগেরহাট অচল কর্মসূচী গ্রহন করার ঘোষনা দেওয়া হবে বলে বক্তারা হুশিয়ার দেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.