
বাগেরহাটের রামপালে ফারহানা বেগম (৪৫) নামের এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯ টায় উপজেলার চন্দ্রাখালী জনৈক ব্যাক্তির মৎস্যঘের থেকে এ মরদেহ উদ্ধার কর হয়। এ ঘটনায় রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের চন্দ্রাখালী গ্রামের একটি মৎস্যঘেরে অজ্ঞাত পরিচয়ের একজন নারীর মরদেহ ভাসছিল। স্থানীয়রা বুধবার (২০ আগষ্ট) রাত অনুমান ৯ টার সময় দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। মরদেহের কাছে একটি ব্যাগে কিছু তরকারি ও একটি ভানিটি ব্যাগ পাওয়া যায়। তবে মরদেহ কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারনা করা হচ্ছে সে হয়তো মানসিক ভারসাম্যহীন হয়ে থাকতে পারে। ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।
এ রিপোর্ট লেখার সময় মরদেহের পরিচয় মিলেছে। নারীর নাম ফারজানা বেগম। সে বাগেরহাট সদরের খানপুর গ্রামের আ. রাজ্জাক তরফদারের মেয়ে বলে ওসি আতিকুর রহমান নিশ্চিত করেছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.