
"ধরলা নদীর ভাঙ্গন ঠেকাও, চর গোরক মন্ডপ এলাকাবাসীকে বাঁচাও”এই স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙ্গন রোধ ও চর গোরক মন্ডপ এলাকা রক্ষার দাবিতে মানববন্ধন করেছে চর গোরক মন্ডপ ধরলা নদীর ভাঙ্গন কবলীত এলাকাবাসী। শুক্রবার ২২ আগস্ট দুপুরে চর গোরক মন্ডপ ধরলা নদীর পূর্বপাড়ে দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন, এলাকাবাসী শাহাদত হোসেন, আব্দুল হালিম জাফর, আতিকুর রহমান, গোলাম মাওলা, আব্দুল আজিজ, জাহিদ হাসান,মর্জনা বেওয়া,আজিমন বেগম সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, ধরলার ভাঙ্গনে এলাকার শত শত পরিবার বসতভিটা হারানোর ঝুঁকিতে রয়েছে। বহু জমি নদীগর্ভে বিলীন হয়েছে। দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নিলে শিক্ষা মসজিদ আবাদি জমি ঘর বাড়ী হুমকির মুখে থুবরে পড়বে। এ সময় তারা নদী ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.