
সাতকানিয়ার এসি ল্যান্ড কে একমাস না যেতেই বদলীর আদেশ দক্ষিণ চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদকে যোগদানের একমাস না যেতেই ২৪ দিনের মাথায় বদলীর আদেশ দেওয়া হয়েছে।
বুধবার ২০ আগস্ট চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় হতে জারি করা এক আদেশে তাকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ভূমি অফিসে বদলি এবং ২১ আগস্ট তাৎক্ষণিক অবমুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়। উল্লেখ্য বিগত ২৮ জুলাই সাতকানিয়া উপজেলায় যোগদান করেছিলো কফিল উদ্দিন মাহমুদ। দায়িত্ব নেয়ার পর অল্প সময়ে জনসেবায় যথেষ্ট আন্তরিকতা ও তৎপরতার কারণে সাধারণ মানুষের প্রশংসা খুড়িয়েছেন তিনি। তবে আকস্মিক এই বদলিকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে বিস্ময় ও বিভিন্ন প্রশ্নের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি কফিল উদ্দিন জানান, সরকারি চাকরি বদলী যোগ্য সরকার চাইলে যেকোনো সময় বদলি করতে পারে, বর্তমান আমাকে সাতকানিয়া উপজেলা থেকে বি-বাড়িয়া আখাউড়া উপজেলায় ট্রান্সফার করা হয়েছে। তবে কর্মস্থান যেখানে হোক না কেন রাষ্ট্রের কল্যাণে, জনস্বার্থে কাজ করে যাব, ইনশাল্লাহ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.