আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার শহরের কে. দাস মোড়স্থ এবিবি মার্কেট পরিচালনা কমিটির নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদের অফিসে এক অনুষ্ঠানে ২৭ সদস্যবিশিষ্ট এই কমিটির ঘোষণা দেন উপদেষ্টা প্রশনজিৎ বর্ধন।

ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন নাছির আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ সাইফুল ইসলাম। এছাড়া সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদকসহ বিভিন্ন পদে ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঘোষণা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ বাজারের সার্বিক উন্নয়ন, ক্রেতা-বিক্রেতাদের স্বার্থ রক্ষা, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এবিবি মার্কেট পরিচালনা কমিটির পূর্ণাঙ্গ কার্যকরী কমিটিতে যারা রযেছে-উপদেষ্টা মণ্ডলী: হাজী মোঃ এনামুল হক, তপন কুমার দাস, মফিজুর রহমান, আব্দুল আহাদ, জিয়াউর রহমান। কার্যকরী কমিটি: সভাপতি নাছির আহমেদ, সহ-সভাপতি আমিনুল হক, সহ-সভাপতি বেলাল হোসেন, সহ-সভাপতি শওকত হোসেন, সহ-সভাপতি বিল্লাল আহমেদ, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক রানা মিয়া, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক জসিম উদ্দিন ইমরান, সহ-প্রচার সম্পাদক মাসুম রানা, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কাইয়ুম মিয়া, কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য বাবুল মিয়া, কার্যনির্বাহী সদস্য আল আমিন।