
সম্প্রতি টাইম-২৪সহ কিছু গণমাধ্যমে "নরসিংদী সদর করিমপুর ইউনিয়ন পরিষদকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও সচিবের জীবননাশের হুমকি” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর!
এ প্রসঙ্গে করিমপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুল ইসলাম স্পষ্টভাবে জানান, আমার সাথে এ ধরণের কোন ঘটনা ঘটেনি এবং এ নিয়ে কারও সাথে আমার কোন কথা হয়নি। এছাড়া মনিরুল ইসলাম মনির, যুবদলের সাধারণ সম্পাদক বাবু, ছাত্রদল নেতা শশীর সাথে আমাদের ইউনিয়ন পরিষদের সাথে কোন ধরনের বিরোধের ঘটনা ঘটেনি।
উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে ও করিমপুর ইউনিয়ন পরিষদের সাথে রাজনৈতিক দলের নেতাদের বিতর্কিত করার জন্য একটি মহল বিভ্রান্তিকর ও ভুল তথ্য প্রচার করছে। আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সংবাদ সংশোধনের জন্য অনুরোধ করছি।
সেই সাথে সামনে এ ধরণের সংবাদ প্রকাশের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সতর্কতা অবলম্বন কর দরকার। যাতে এ ধরণের ভুল-মিথ্যা, বানোয়াট-বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে কারো কোন ধরণের ক্ষতির সম্মোখীন হতে না হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.