মোস্তাফিজার রহমান
ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২২ আগস্ট দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা মডেল মসজিদের হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মাও. মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মী সম্মেলনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাও. মোঃ আব্দুল মতিন ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি,২৬ কুড়িগ্রাম -২ আসনের এমপি পদ প্রার্থী এ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি মাও. মোঃ আব্দুল হামিদ মিয়া, সহকারী সেক্রেটারী মাও. নিজাম উদ্দীন সহ আরো অনেক।

