
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া থানার যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তিনি ফুলবাড়িয়া থানার নায়ক। উনি ইনসাফ ভিত্তিক ব্যক্তি, পরিবার, সমাজ ও থানা গঠন করবেন। শরীয়া ভিত্তিক আইন প্রতিষ্ঠা করতে চেষ্টা করবেন, যতটা সম্ভব!
ভোট হচ্ছে আমানত, ভোটে নামাজী ব্যক্তি আসে নাই, ভালো মানুষ আসে নাই বিধায় আমরা ঐখানেই (ভোট) দিয়েছিলাম তখন আমাদের কোন জবাবও থাকবে না। বিশেষ করে ঐ জবাব থেকে বিচারকের কাঠগড়া থেকে বাঁচার জন্য এই বয়সে আপনাদের সম্মুখে আসছি।
ইসলাম ভিত্তিক রাজনীতিতে কোন পরাজয় নেই, ব্যর্থতা নেই- সহজ। আমরা যদি জয়যুক্ত নাও হতে পারি আমরা সফল। কেন? ধর্মের কাজে কোন ব্যর্থতা নেই। ব্যর্থতা যত আছে সব দুনিয়াবী কাজের ভেতরে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৫০, ময়মনসিংহ -৬ ফুলবাড়িয়া আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল কাদির সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
উপজেলা সদরের ফুড প্লেজার পার্টি সেন্টারে শনিবার সকাল ১১ টায় মত বিনিময় সভার আয়োজন করে সংগঠনটি। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, আলহাজ্ব খাইরুল ইসলাম নূরী, সাংগঠনিক সম্পাদক হাফেজ কামরুল ইসলাম নূরী, হাফেজ মো: ওসামা প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ সভাপতি হাফেজ মো: আব্দুল লতিফ, পৌর শাখার সাধারণ সম্পাদক মো: শাহজাহান নূরী, উপজেলা বাইতুল মাল সম্পাদক মুফতি মিনহাজ উদ্দিন প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.