
ওমর ফারুক
পলাশের ডাঙ্গার কাজিরচরে যুব সমাজ ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে “মাদকমুক্ত সমাজ গড়ার” প্রত্যয়ে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২২ আগস্ট জুমার নামাজান্তে এলাকার ধর্মপ্রাণ যুব সমাজ ও এলাকার মুসুল্লিদের অংশগ্রহণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন, এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

একটি সুন্দর শৃঙ্খলাবদ্ধ, মানবতাবাদী কাজিরচর ঘঠনে এবং যে কোন ধরণের অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে; বিশেষ করে মাদক সেবন ও বিক্রি, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ , নারী নিগ্রহের মত ঘটনা, শিশু নির্যাতনের মত ধিক্কারজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অবস্থান নিশ্চিত করতে তারা নানা ধরণের সহযোগিতামূলক মনোভাব ও কর্মকাণ্ড পরিচালনা করবে।
এছাড়াও সামাজিক শৃঙ্খলাবোধ বজায় রাখতে একটি সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে একতাবদ্ধ হয়ে কাজীরচরবাসী নিজেদের মধ্যে ঐক্যের অপ্রতিরোধ্য প্রাচীর বির্নিমাণ করবে।
অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা জুড়ালো অবস্থান গ্রহণ করবে ও অপরাধীর শাস্তি সুনিশ্চিত করতে আইনের আশ্রয় গ্রহণ করবে।
আদর্শ সমাজ বিনির্মাণে তরুণদের সচেতন করতে; একটি আদর্শ তরুণ প্রজন্ম গঠনে মনোযোগসহকারে তারা কাজ করার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিশ্রুতি হয় র্যালির মাধ্যমে।

