
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সংসদীয় আসন ৯৮ বাগেরহাট - ৪ বিলুপ্ত করে তিনটি আসন ঘোষণা করায় তার প্রতিবাদে বাগেরহাট জেলাব নয়টি উপজেলায় হরতাল অবরোধ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট জেলার কর্মসূচির অংশ হিসেবে শরণখোলায় উপজেলা বিএনপি, জামাত ইসলামী বাংলাদেশ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হরতাল ও অবরোধের সমর্থনে যৌথভাবে বিক্ষোভ মিছিল পথসভা করেছে। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন জামাতের নায়েবে আমির মোঃ ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী , বিএনপি নেতা তালুকদার মধু , মাধ্যমিক শিক্ষক সমিতি শরণখোলার শাখার সভাপতি নান্না মিয়া বিএসসি, বিএনপি নেতা গিয়াস উদ্দিন , যুবদল নেতা মাসুদ হোসেন ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতা রবিউল ইসলাম।
হরতাল কে কেন্দ্র করে শরণখোলা থেকে ঢাকা ও খুলনা গামী কোন বাস ছেড়ে যাইনি বলে জানা গেছে। বাগেরহাট- ৪ আসনটি পূর্ণবহালের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে। এছাড়া রায়েন্দা বাজার সহ উপজেলা সকল বাজার বন্ধ রাখা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.