বিজয় কর রতন
শিক্ষকরা দূর্গম হাওরের চর অঞ্চলে চাকরি করতে চান না। শুধু শহরে বদলি হতে চান, এটি একটি সামাজিক ও রাজনৈতিক সমস্যা। এ মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।
রবিবার কিশোরগঞ্জের হাওর উপজেলা মিটামইন, ইটনা, অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শিক্ষকদের উদ্দেশ্য এসকল কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, নীতি নৈতিকতার পাশাপাশি আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানান।
তিনি ৩ উপজেলার দূর্গম ৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এসকল কথা বলেন। উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা , প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ সামসুজ্জামান ( প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এনডিসি ) মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, মিটামইন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সাদিকুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম ভুঁইয়া স্বপন,সহ জেলা পুলিশ প্রশাসন ও থানা পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়া ও তিনি অষ্টগ্রাম উপজেলার উওর আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিটামইন উপজেলার ধোবাজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিটামইন সদর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইটনা উপজেলার এলংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি কিশোরগঞ্জ জেলা সদরের উদ্দেশ্য রওনা দেন। আবহাওয়া অনুকূলে না থাকায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যাওয়ার কথা থাকলেও সফর সংক্ষিপ্ত করে চলে যান।

