
আজ রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
একপর্যায়ে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী গণঅধিকার পরিষদের নেতাদের ১০ মিনিটের মধ্যে সরে যেতে নির্দেশ দেয়। কিন্তু তারা না সরে গেলে সেখানে ব্যাপক লাঠিচার্জ চালানো হয়।
এ ঘটনায় নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের একাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.