
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেন, "ফিলিস্তিন রাষ্ট্রটাই আর থাকবে না।" অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের মালে অডুমিন বসতিতে তিনি এই কথা বলেন।
এর আগে অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের প্রসার করতে এই অঞ্চলেই সহস্রাধিক বাড়ি বানানোর বিতর্কিত পরিকল্পনাতেআনুষ্ঠানিক ভাবে অনুমোদন দেন তিনি।
এদিন নেতানিয়াহু বলেন, "আমরা আমাদের প্রতিজ্ঞা পূরণ করব। কোনো ফিলিস্তিন রাষ্ট্র রাখব না।" এদিনের অনুষ্ঠানে তিনি আরো বলেন, "আমরা আমাদের ঐতিহ্য, দেশ এবং নিরাপত্তা সুরক্ষিত রাখব।"
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.