বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের মাঠে সরব কিশোরগঞ্জ জেলার বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দল। আরো কয়েকটি দলও সাধ্যমতো তৎপরতা চালাচ্ছে। সব আসনেই বিএনপি থেকে মনোনয়ন চাইছেন কমপক্ষে ৩৫ জন।

বিএনপির মনোনয়ন পেতে এসব প্রত্যাশী নিজ নিজ এলাকায় গণসংযোগ, প্রচার-প্রচারণা ও অন্যান্য কর্মসূচি চালাচ্ছেন। জামায়াতে ইসলামী ছয়টি আসনেই প্রার্থীর নাম ঘোষণা করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় নেতাদের পদযাত্রা কর্মসূচির পর জেলায় দলটির কার্যক্রমে গতি এসেছে। গণ অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমও বেশ সক্রিয়। মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য ইসলামী দলও কার্যক্রম বাড়িয়েছে। বাম দলগুলোর মধ্যেও চলছে নির্বাচনের প্রস্তুতি।

গণতন্ত্র মঞ্চের অন্যতম দল রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম এবং ১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫ আসন থেকে ভোটযুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন।

সৈয়দ এহসানুল হুদার পক্ষে বিএনপির দলীয় প্রতীক ও দলের প্রধান নেতার ছবিসহ পোস্টার সাঁটিয়েছেন কর্মী-সমর্থকরা। প্রায় দুই যুগ মাঠের রাজনীতিতে সক্রিয় এবং দুই দফা দলের মনোনয়ন পাওয়া বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন বলে প্রচার রয়েছে।

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনে মনোনয়ন প্রত্যাশীরা : ‘গুরুত্বপূর্ণ’ বিবেচিত এ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন জেলা বিএনপির সহসভাপতি মো. রেজাউল করিম খান চুন্নু, দলের একই কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হিলালী, সাবেক আহ্বায়ক আ ঈ ম ওয়ালী উল্লাহ রাব্বানী, বর্তমান সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি রুহুল হোসাইন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মির্জা খোকন ও সদস্য মো. আতিকুর রহমান।

এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও বর্তমান জেলা কমিটির সদস্য মোসাদ্দেক আলী ভূঁইয়া। এখানে গণঅধিকার পরিষদের প্রার্থী দলের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় উলামা মাশায়েখ পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান জার্মানি প্রার্থী হিসেবে এ আসনে সক্রিয় রয়েছেন।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) : এই আসনে বিএনপি থেকে মনোনয়ন চান কমপক্ষে ছয়জন নেতা। তাঁরা হলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন, আশফাক আহমেদ জুন ও রুহুল আমিন আকিল। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান কাকন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দীলিপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।

এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের কটিয়াদী উপজেলা কমিটির কর্মপরিষদ সদস্য মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, গণঅধিকার পরিষদের প্রার্থী দলের কেন্দ্রীয় সহসভাপতি শফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি শরীফুল ইসলাম।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) : যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘদিন পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক। তিনি দলের মনোনয়ন চাইবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আরো আছেন জেলা বিএনপির দুই সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা ও অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, যুববিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এরশাদ আহসান।

এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্যালক ডা. কর্নেল (অব.) অধ্যাপক জেহাদ খান। ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আলমগীর হোসাইন তালুকদারও ভোটযুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) : বিএনপি থেকে এ আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট সুরঞ্জন ঘোষ, ড্যাব নেতা অধ্যাপক ডা. ফেরদৌস আহমেদ লাকী, অবসরপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুর রহিম মোল্লা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, সাবেক উপসচিব জহির উদ্দিন ভূঁইয়া এবং বুয়েটের সাবেক ছাত্রদল নেতা নেসার আহমেদ।

এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও দলের ঢাকা উত্তর শাখার আইন বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা। খেলাফত মজলিসের মাওলানা অলিউর রহমান, ইসলামী আন্দোলনের বিল্লাল আহমেদ মজুমদার এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শায়খ মাওলানা আনোয়ারুল ইসলামও ভোটযুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন।

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) : এ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা কমিটির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল। তাঁর পক্ষে কর্মী-সমর্থকদের তৎপরতা বেশ লক্ষণীয়। এ ছাড়া বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন সাবেক পৌর মেয়র এহসান কুফিয়া, সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়াহাব, নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সহকারী অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় গণযোগাযোগ সম্পাদক এ এম জামিউল হক ফয়সাল, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক হাজি মাসুক মিয়া, সাবেক জিএস মীর জলিল এবং বিএনপির দুইবারের সাবেক এমপি প্রয়াত মজিবুর রহমান মঞ্জুর ছেলে মোস্তাফিজুর রহমান মামুন।

এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলের বাজিতপুর উপজেলা কমিটির সভাপতি মুহাম্মদ শাহাদাত ভূঁইয়া। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম ভোটের মাঠে বেশ সরব। ১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাও তৎপর রয়েছেন।

এ আসন থেকে ২০০১ (পরে প্রত্যাহার করেন) ও ২০১৮ সালে দুই দফা মনোনয়ন পাওয়া বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালই শেষ পর্যন্ত মনোনয়ন বাগিয়ে নিচ্ছেন বলে প্রচার রয়েছে।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) : এ আসনে বিএনপি থেকে মনোনয়ন আশা করছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল) ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। এখানে বিএনপির আর কোনো প্রার্থী না থাকায় তিনি বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছেন।

এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সাবেক ছাত্রনেতা ও ভৈরব উপজেলা আমির মাওলানা মোহাম্মদ কবীর হোসাইন। ভোটের মাঠে লড়তে প্রস্তুতি নিচ্ছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও দলের জেলা কমিটির সহসভাপতি ও কুলিয়ারচর উপজেলা কমিটির সভাপতি মাওলানা মো. লায়েছ উদ্দিন, খেলাফত মজলিসের ভৈরব উপজেলা শাখা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ভৈরব উপজেলা শাখা সভাপতি মোহাম্মদ মুছা খান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।