মোঃ আশিকুর রহমান

আজমিরীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে ১৬ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দুপুর ১২টায় আজমিরীগঞ্জ উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিবীর রঞ্জন তালুকদার। এতে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা ধ্রুব ভট্টাচার্য, অভিরাম দাস আহ্বায়ক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, আজমিরীগঞ্জ উপজেলা শাখ বিষ্ণুপ্রসাদ চক্রবর্তী সভাপতি, রামকৃষ্ণ আশ্রম, আজমিরীগঞ্জএবং স্বপন বনিক সদস্য সচিব, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, আজমিরীগঞ্জ উপজেলা শাখা ও সভাপতি, প্রেসক্লাব আজমিরীগঞ্জ।
সভায় আজমিরীগঞ্জ উপজেলার ৩৩টি সার্বজনীন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই বছর আজমিরীগঞ্জ উপজেলায় মোট ৩৫টি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যার মধ্যে ব্যক্তিপর্যায়ে ২টি এবং সার্বজনীনভাবে ৩৩টি পূজা অনুষ্ঠিত হচ্ছে।সভায় পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পাহাড়াদার ও স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয় গুরুত্বসহকারে আলোচনা হয়।
এছাড়া শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ উভয়েই উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা ও বিভিন্ন কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভা শেষে পূজা কমিটির সভাপতি /সাধারন সম্পাদক এর হাতে পূজা উপলক্ষে সরকারী বরাদ্দের চাউলের ডিও লেটার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নিবীর রঞ্জন তালুকদার।

