মোঃ বনি
হরিনাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সাত হাত গাঁজার গাছ উদ্ধার করেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোঃ শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার জোড়াদাহ ইউনিয়নের হরিশপুর গ্রামের জনৈক মতলেব মণ্ডলের পুত্র,আশাদুল মণ্ডল(৩৪) বসতবাড়ির আঙ্গিনায় নেশা জাতীয় দ্রব্যের গাছ উদ্ধারে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে থানা পুলিশ সূত্রে জানা যায়,একটি ১১ফুট ৮ (আট) ইঞ্চির গাঁজা গাছ, ২টা ৩০ মিনিটে উদ্ধার করা হয়েছে, যার ওজন ৪ কেজি। গাঁজা চাষি বেশ কিছুদিন ধরেই বাড়ির আড়ালে এই চাষ করছেন।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার জানান,প্রাথমিক পর্যায়ে আটককৃত ব্যাক্তি জিজ্ঞাসাবাদে গাঁজা চাষ ক্রয় এবং বিক্রয়ের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং ০৯. বুধবার ১৬ সেপ্টেম্বর আসামীকে জেল হাজতে প্রেরণ করা হবে।