মোঃ শাহ আলম
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট বিভাগীয় সাংগঠনিক টিম ঘোষণা করেছে। এতে হৃদয় শাহ্-আলমকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

ঘোষিত কমিটিতে প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন বিষ্ণু দেব, আহ্বায়ক সুমন আহমেদ স্বপন, সদস্য সচিব নিয়ামুল করিম তুষ এবং সদস্য হিসেবে রুবেল মিয়া ও কাউসার মাহমুদকে রাখা হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট বিভাগের অধীনে সকল জেলা, মহানগর, উপজেলা, থানা ও শিক্ষা প্রতিষ্ঠানে আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও প্রস্তাবনা কেন্দ্রীয় কমিটির নিকট জমা দিতে হবে।

অনুমোদিত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. মাকসুদ ইকবাল তপন (বিপ্লব) এবং সদস্য সচিব মো. আরিফ আলী।

এদিকে শাহ আলমকে যুগ্ম আহ্বায়ক করার সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, নতুন সাংগঠনিক টিমের নেতৃত্বে সিলেট অঞ্চলে জাতীয় ছাত্র সমাজ আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।