ইয়াসিন আলী

একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন ” এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানের সংগঠন ধরলা যুব ফাউন্ডেশনে’র উদ্যোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
কুড়িগ্রামের চরাঞ্চল গুলোর মানুষ দেশের অন্যান্য অঞ্চলের মানুষের মতোই দেশপ্রেমিক, শ্রমজীবী ও সংগ্রামী। তারা দেশের অর্থনীতি, কৃষি ও মৎস্য সম্পদে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখলেও আধুনিক সুযোগ- সুবিধার দিক থেকে চরমভাবে বঞ্চিত।
বিশেষত স্বাস্থ্যসেবা, যা মানুষের জীবনের অন্যতম মৌলিক চাহিদা, তা চরাঞ্চলের বাসিন্দাদের কাছে একপ্রকার দুর্লভ।এখানকার মানুষেরা প্রতিনিয়ত নানা রোগ-ব্যাধির সম্মুখীন হলেও পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পাওয়ার সুযোগ নেই বললেই চলে।সকাল ১০ টা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যতে স্বেচ্ছায় রক্তদাতা তৈরীর লক্ষ্যে এ কর্মসুচি আয়োজন করা হয়।
আরিয়ান ফরিদের সভাপতিত্বে কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাওলানা মনজুরুল ইসলাম , ডাক্তার আব্দুস সামাদ,বেরুবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেরুবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আশরাফুল আলম,ধরলা যুব ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাহ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ধরলা যুব ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাহ জানান, তাদের সংগঠনের মাধ্যমে ইতোমধ্যে বহু রোগীকে রক্ত সরবরাহ করা হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

