
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারাদীয় দুর্গাপূজা উপলক্ষে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করতে বাংলাদেশ পুলিশের ভূমিকা অপরসীম।
সোমবার (২৯ সেপ্টেম্বর) কালীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রদীপ কুমার মিত্র ( ভজন), সাধারন সম্পাদক জীবন ধর,সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ আচার্য,মনসা তলা মন্দির কমিটির সভাপতি পূজা উদযাপন পরিষদের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রদীপ কুমার মিত্র ( ভজন),সাধারণ সম্পাদক বাদল দাস,কালীবাড়ি মন্দির কমিটির নিরন্জন ঘোস,সাধারণ সম্পাদক বাদল দাস, জয়দেব বাড়ি মন্দির কমিটির সভাপতি প্রণয় কুমার দাস সাধারণ সম্পাদক প্রবীর দাসসহ স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।একই সঙ্গে পূজার সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো: আলাউদ্দিন এবং সঙ্গীয় ফোর্স সাথে গাজীপুর জেলা পুলিশ সুপার এর পক্ষ থেকে শুভেচ্ছা জানান। , পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পূজা আয়োজকরা জামায়াত নেতৃবৃন্দের এই সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময়কে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, এমন উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.