মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ীতে ছাত্রীদের শিক্ষাবৃত্তি ও এক কালিন অনুদান প্রদান করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে বিকাল ৪ ঘটিকায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে উদয়াঙ্কুর সেবা সংস্থার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায়, গাল্স সাপোর্ট প্রোজেক্ট এর আওতায় শিক্ষাবৃত্তি ও আয়বৃদ্ধিমূলক কাজের উন্নয়নে অনুদান প্রদান করা হয়েছে।

উপজেলার শিমুলবাড়ী, বড়ভিটা ও ফুলবাড়ী ইউনিয়নের স্কুল, মাদ্রাসায় অধ্যায়নরত হতদরিদ্র ছাত্রীদের ১০ জন ছাত্রীকে ১ লক্ষ টাকা ও ১০ জন ছাত্রীকে ৩০ হাজার টাকা নারীশিক্ষার অগ্রগতি ও ঝরেপড়া হ্রাসের লক্ষ্যে বিতরণ করা হয়েছে।
উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলামের তত্ত্বাবধানে অনুদান ও শিক্ষাবৃত্তি বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।


মেয়েশিশুরা লেখাপড়া চালিয়ে যাবে, ঝরেপড়া কমে যাবে, আয়বৃদ্ধিমূলক কাজের মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধি পাবে, মেয়েশিশুরা বাল্যবিবাহ থেকে রক্ষা পাবে যা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে শিক্ষার গুরুত্ব বিষয়ে উপস্থিত অভিভাবকবৃন্দে সাথে আলোচনা করা হয়।