
তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী'র আলিম শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সকালে তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর উদ্যোগে শহীদ মালেক অডিটোরিয়ামে এই নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন হয়। এতে আলিম শ্রেণির প্রায় ১ হাজারের অধিক নবাগত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পবিত্র কোরআন তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ক্বারী তাওহিদ ইসলাম। তামিরুল মিল্লত মাদ্রাসার ( টাকসু) র ভিপি মুহাম্মদ ইকবাল কবিরের সভাপতিত্বে জিএস মুহাম্মদ সাইদুল ইসলামের সঞ্চালনায় নবীন বরন অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) প্রফাসার মুন্জর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন :প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. হেফজুর রহমান।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা ইসলামী শিক্ষা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন এবং আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন জিএস মুহাম্মদ সাইদুল ইসলাম। নতুন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে উপহার হিসেবে দেওয়া হয় টিশার্ট, ব্যাজ ও চাবির রিং।
আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের জন্য ছিল উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান আকর্ষণ হিসেবে গজল পরিবেশন করেন শিল্পী ওবায়দুল্লাহ তারেক ও তুরাগ শিল্পীগোষ্ঠী। গজল ও ইসলামি নাট্যের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে দুপুরে সভাপতির বক্তব্যর শেষে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
নবীন বরন অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও পিন্ড মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.